চট্টগ্রামসমগ্র বাংলা

পর্দা নারীদের নিরাপত্তার গ্যারান্টি : আহমদ শফী

হাটহাজারী প্রতিনিধি : পর্দাই নারীদের নিরাপত্তার গ্যারান্টি বলে জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ আহমদ শফী। আজ সোমবার রাতে চট্টগ্রামের বায়েজিদ থানার অক্সিজেন মোড়ে শা’নে রেসালত সম্মেলনে তিনি একথা বলেন।

আহমদ শফী বলেন, ‘নারীরা সমাজের অর্ধেক। পর্দা পালনেই তাদের নিরাপত্তার গ্যারান্টি। তাদের নিরাপত্তার জন্য আল্লাহ পর্দার বিধান জারি করেছেন। আল্লাহর আইন না মানলে খাঁটি মুমিন হওয়া যায় না।’

কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি জানিয়ে সরকারের উদ্দেশে শফি বলেন, ‘কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করুন। নাস্তিকদের শাস্তির আইন সংসদে পাস করুন। অন্যথায় রাসূল (সা.) শান ও মর্যাদা এবং খতমে নবুওয়তের হেফাজতের জন্য আমরা কঠিন আন্দোলনের ডাক দিতে বাধ্য হবো।’

আহমদ শফী আরও বলেন, ‘কাদিয়ানীরা খতমে নবুওয়ত স্বীকার করে না, তাই তারা কাফের। তারা নিজেদের আহমদীয়া মুসলিম পরিচয় দিয়ে জনগণকে ধোঁকা দিচ্ছে। এরা ইসলামের পরিভাষা ব্যবহার করতে পারে না।’

শা’নে রেসালত সম্মেলনের সভাপতিত্ব করেন বায়েজিদ থানা সভাপতি মাওলানা আবদুল জাব্বার (পীর সাহেব নাছিরাবাদ) ও মাওলানা হাফেজ মুহাম্মদ তৈয়ব।

সম্মেলনে আল্লামা শাহ্ আহমদ শফীর বক্তব্য শেষে তিনি দেশ-জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।

Comment here

Facebook Share