নাটোর প্রতিনিধি : দুটি পরকীয়া প্রেমে জড়িয়েছেন পাঁচজন। এ পরকীয়া প্রেমের জেরে শত্রুতার সৃষ্টি। অতঃপর পরকীয়া জড়ানো এ পাঁচজনের একজনকে হারাতে হলো জীবন, খুন হলেন তিনি। এ ঘটনা ঘটেছে নাটোরের বড়াইগ্রাম উপজেলার ইকোরী গ্রামে।
আজ শুক্রবার দুপুরে নিজ কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন নাটোরের পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহা।
পুলিশ সুপার জানান, গুরুদাসপুর উপজেলার সোনাবাজু গ্রামের প্রতিবন্ধী কাচু খাঁর স্ত্রী আরিফা খাতুনের সঙ্গে একই এলাকার জিহাদ আলী ও রশিদের পরকীয়া চলছিল। সম্প্রতি বিষয়টি কাচু খাঁকে জানান পাশের মহল্লার বড়াইগ্রাম উপজেলার ইকোরী এলাকার মোবারক। এরপর কাচু খাঁ তার বাড়িতে জিহাদ ও আরিফাকে আপত্তিকর অবস্থায় আটক করেন। এ ঘটনার পর আরিফা মোবারকের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন।
লিটন কুমার সাহা জানান, অভিযুক্তদের মধ্যে আরিফা, রশিদ, ও আসাদুলকে গত বুধবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হলে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দশ দেন। অপর অভিযুক্ত জিহাদকে গতকাল বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। জিহাদকে আজ শুক্রবার আদালতে পাঠানো হবে জানান পুলিশ সুপার।
Comment here