পাসপোর্ট ছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাইলট ক্যাপ্টেন ফজল মাহমুদ চৌধুরীর কাতারে যাওয়ার ঘটনা তদন্তে আরও একটি কমিটি গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগ এই তদন্ত কমিটি গঠন করেছে।
চার সদস্যের তদন্ত কমিটিকে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে সুরক্ষা ও সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. আজহারুল হককে। অপর তিন সদস্য হলেন যুগ্ম সচিব হেলাল মাহমুদ শরীফ, পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সেলিনা বানু ও পুলিশের বিশেষ শাখার (এসবি) বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ শাহরিয়ার আলম।
এই তদন্ত কমিটি পাইলট কীভাবে পাসপোর্ট ছাড়া হজরত শাহজালাল বিমানবন্দর ত্যাগ করলেন, তা উদঘাটন করবে। এর পেছনে কর্মকর্তা-কর্মচারীদের দায়দায়িত্ব নিরূপণ করবে। এ ছাড়া এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কী করা যায়, সে ব্যাপারে কমিটি সুপারিশ করবে।
Comment here