সারাদেশ

পিরোজপুরে ডিবি পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

মোঃ নাঈম তালুকদার, পিরোজপুর প্রতিনিধি:পিরোজপুরের নাজিরপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ ওমর ফারুক খান (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (২ ডিসেম্বর) বিকেলে নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃত ওমর ফারুক খান পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের বাসিন্দা এবং হাবিবুর রহমান খানের ছেলে।

এ বিষয়ে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মুকিত হাসান খান বলেন, “জেলাকে মাদকমুক্ত করতে আমাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।”

অভিযান পরিচালনাকারী ডিবি পুলিশের পরিদর্শক মো. তরিকুল ইসলাম জানান, ওমর ফারুক খানকে গ্রেপ্তার করার সময় তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য আনুমানিক ২ লাখ ৪০ হাজার টাকা।

পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরের দিকনির্দেশনায় জেলা পুলিশের মাদকবিরোধী এই অভিযান চলমান থাকবে বলে তারা উল্লেখ করেন।

গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে নাজিরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পিরোজপুর জেলা পুলিশ এহেন মাদকবিরোধী কার্যক্রমে সচেতন নাগরিকসহ সকলের সহযোগিতা কামনা করেন।

Comment here

Facebook Share