মোস্তাফিজুর রহমান উজ্জল,সাতক্ষীরা : হঠাৎ পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত সরকার। আজ সোমবার সকাল থেকে এখনো কোনো পেঁয়াজের ট্রাক সাতক্ষীরার ভোমরা বন্দর দিয়ে প্রবেশ করেনি। তবে পেঁয়াজ রপ্তানি বন্ধের ব্যাপারে লিখিতভাবে কোনো কিছু জানানো হয়নি।
সাতক্ষীরা ভোমরা বন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, হঠাৎ পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত। সকাল থেকেই কোনো পেঁয়াজের ট্রাক প্রবেশ করেনি।
সাতক্ষীরা ভোমরা কাস্টমস সহকারী কমিশনারের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, ভোমরা স্থলবন্দর দিয়ে গত রোববার (৬ সেপ্টেম্বর) পেঁয়াজ আমদানি হয়েছে ৮৫ ট্রাকে ১ হাজার ৮৭০ মেট্রিক টন পেয়াজ, ৭ সেপ্টেম্বর সোমবার ৭৮ ট্রাকে পেয়াজ আমদানি হয়েছে ১ হাজার ৮৯৭ মেট্রিক টন, ৮ সেপ্টেম্বর ৭৪ ট্রাকে ১ হাজার ৭৩০ মেট্রিক টন, ৯ সেপ্টেম্বর ৮৮ ট্রাকে ২ হাজার ১৪৩ মেট্রিক টন, ১০ সেপ্টেম্বর ৫৪ ট্রাকে ১ হাজার ২৬২ মেট্রিক টন, ১২ সেপ্টেম্বর ৮২ ট্রাকে ১ হাজার ৭৯৮ মেট্রিক টন, ১৩ সেপ্টেম্বর ৭৪ ট্রাকে ১ হাজার ৭৩৬ মেট্রিক টন পেয়াজ।
এদিকে, আজ ভারত থেকে কোনো পেঁয়াজ আমদানি হয়নি। সকাল থেকে কোনো পেঁয়াজের ট্রাক ভোমরা বন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেনি।
ভোমরা বন্দরের রাজস্ব কর্মকর্তা মহসিন হোসেন বলেন, ‘সকাল থেকে বেলা ৪টা পর্যন্ত এখনো কোনো পেঁয়াজের ট্রাক বন্দর দিয়ে প্রবেশ করেনি। তাছাড়া পেয়াজ আমদানি বন্ধের কোনো কারণও জানা যায়নি।’
এদিকে এই খবরে সাতক্ষীরার স্থানীয় বাজারে পেয়াজের মূল্য কেজি প্রতি ১৫ টাকা বৃদ্ধি পেয়েছে।
Comment here