ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : প্রেমের টানে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত পেরিয়ে ভারতীয় এক কিশোরী বাংলাদেশে চলে আসে। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মাধ্যমে পরিবারের কাছে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশে আসার পর গতকাল শুক্রবার সন্ধ্যায় ওই কিশোরীকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেওয়া হয়।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষাফেরুষা সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৬ এর পাশ দিয়ে ভারতীয় নুরুন্নাহার খাতুন (১৪) নামে এক কিশোরী প্রেমের টানে বাংলাদেশি প্রেমিকের বাড়িতে আসে। বাংলাদেশি প্রেমিক সাগর মিয়ার (১৮) বাড়ি সীমান্তবর্তী কুরুষাফেরুষা গ্রামে। তিনি ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। অন্যদিকে ওই কিশোরীর বাড়ি ভারতের কুচবিহার জেলার দিনহাটা থানার সীমান্তবর্তী বসকোঠাল গ্রামে। সে ওই গ্রামের নুর ইসলামের মেয়ে।
এদিকে প্রেমের টানে ভারত থেকে ওই কিশোরীর বাংলাদেশে আসার বিষয়টি লালমনিরহাট ১৫ বিজিবি শিমুলবাড়ী ক্যাম্পের সদস্য জানতে পারেন। পরে তারা স্থানীয় মেম্বার-চেয়ারম্যান ও পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করেন। এরপর বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করে ওই কিশোরীর পরিবারের কাছে তাকে হস্তান্তর করা হয়।
ফুলবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) হাবিব বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পতাকা বৈঠকে লালমনিরহাট ১৫ বিজিবির ব্যাটালিয়নের অধীন শিমুলবাড়ী ক্যাম্পের হাবিদার আবদুল আজিজ এবং ভারতীয় ৩৮ ব্যাটালিয়নের বসকোঠাল ক্যাম্পের পরিদর্শককে আর সিং নেতৃত্ব দেন। এ সময় দুদেশের স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Comment here