শনাক্ত রোগীর ৯২ শতাংশ ওমিক্রন আক্রান্ত - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

শনাক্ত রোগীর ৯২ শতাংশ ওমিক্রন আক্রান্ত

ঢাকায় করোনাভাইরাস আক্রান্ত রোগীদের মধ্যে ৯২ শতাংশের শরীরেই করোনাভাইরাসের ওমিক্রন ধরন পাওয়া গেছে বলে জানিয়েছে আইসিডিডিআরবি। বাকি ৮ শতাংশের শরীরে মিলেছে করোনাভাইরাসের ডেল্টা ধরন।

শনিবার (১২ ফেব্রুয়ারি) গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআরবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, ১৫ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত প্রতিষ্ঠানের ভাইরোলজি ল্যাবরেটরিতে ২৪ জন কোভিড আক্রান্তের নমুনা পরীক্ষা করে এ তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, ওমিক্রন ধরনের দুটি উপধারা পাওয়া গেছে। এর মধ্যে ৮৬ শতাংশই বিএ২, বাকি ১৪ শতাংশ বিএ১ ধরন।

গত বছরের ৯ ডিসেম্বর বাংলাদেশে দুজন নারী ক্রিকেটারের শরীরে ওমিক্রন ধরন পাওয়ার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ওই দুজন জিম্বাবুয়ে থেকে ফিরেছিলেন। এরপর থেকে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দক্ষিণ আফ্রিকায় দেখা দেওয়া এ ধরনের কারণে ভাইরাসের সংক্রমণ দ্রুত বাড়তে থাকে। শনাক্তের হারে রেকর্ডও হয়।

জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি) এর ওয়েবসাইটে বাংলাদেশে এখন পর্যন্ত ২৪২ জনের শরীরে করোনাভাইরাসের এ ধরন পাওয়ার তথ্য রয়েছে।

Comment here