ফজলে রাব্বী মিয়ার গ্রহণযোগ্যতা ছিল অতুলনীয়: প্রধানমন্ত্রী - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

ফজলে রাব্বী মিয়ার গ্রহণযোগ্যতা ছিল অতুলনীয়: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :জাতীয় সংসদের সদ্য প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে জাতীয় সংসদ। আজ রোববার জাতীয় সংসদে আনা শোকপ্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাত বার নির্বাচিত সংসদ সদস্য ফজলে রাব্বী মিয়া ছিলেন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ। তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা ছিল অতুলনীয়। তার মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।

শেখ হাসিনা বলেন, তিনি যখন আমার কাছে আসতেন নিজের এলাকা নিয়ে কথা বলতেন। ওই এলাকার আরও উন্নয়ন দরকার, সে বিষয়ে তিনি কথা বলতেন। তার মৃত্যুতে আমরা একজন দক্ষ পার্লামেন্টারিয়ানকে হারালাম।

আলোচনায় আরও অংশ নেন আওয়ামী লীগের সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, শাহাজান খান, কামরুল ইসলাম আ স ম ফিরোজ, মাহবুব আরা গিনি ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন এবং বিরোধী দল জাতীয় পার্টির গোলাম মোহাম্মদ কাদের, মশিউর রহমান রাঙ্গা, আনিসুল ইমলাম মাহমুদ ও কাজী ফিরোজ রশিদ।

 

 

আলোচনা শেষে শোকপ্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়। শোকপ্রস্তাব গ্রহণের পর রেওয়াজ অনুযায়ী সংসদেও বৈঠক মূলতবি করা হয়।

 

Comment here