বগুড়ায় করোনায় ৩ জন ও উপসর্গে ১ জনের মৃত্যু - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

বগুড়ায় করোনায় ৩ জন ও উপসর্গে ১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক বগুড়া : বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে তিনজন এবং উপসর্গ নিয়ে আরও একজন মারা গেছেন। চিকিৎসাধীন তারা হাসপাতালে মারা যান। সংশ্লিষ্ট হাসপাতাল এ তিনজনের মৃত্যুর বিষয় নিশ্চিত করায় করোনায় জেলায় এ পর্যন্ত মৃত্যুর সংখা দাঁড়িয়েছে ২৪ জনে।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে মারা গেছেন দুজন। তাদের মধ্যে সোমবার রাতে মারা যান আদমদীঘি উপজেলার পল্লী চিকিৎসক আবু বক্কর সিদ্দিকী। মঙ্গলবার সকালে মারা যান শহরের রাজাবাজার এলাকার জুলফিকার আলী। করোনার আইসোলেশন সেন্টার বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক এটিএম নুরুজ্জামান সঞ্চয় বিষয়টি নিশ্চিত করেন।

এ ছাড়া বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাপাতালে মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন জাকির হোসেন নামে এক ব্যক্তি মারা যান। একই হাসপাতালে সোমবার সন্ধ্যায় করোনার উপসর্গ নিয়ে ধুনটের চিত্তরঞ্জন নামে এক বৃদ্ধ মারা যান। হাসপাতাল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এদিকে জেলায় করোনাার সংক্রমণ বেড়ে যাওয়ায় জেলা সিভিল সার্জন বগুড়া সদর উপজেলার ৯ এলাকাকে রেডজোন ঘোষণা করলে জেলা প্রশাসন রবিবার গণবিজ্ঞপ্তি জারি করে। এতে রেডজোন এলাকার বিধিনিষেধ মেনে চলার আহবান জানানো হয়। তবে রেডজোন ঘোষিত বেশির ভাগ এলাকাতেই জনচলাচল স্বাভাবিক লক্ষ্য করা গেছে। যানবাহন চলাচলেও তেমন নিয়ন্ত্রণ নেই।

এ বিষয়ে জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ জানান, বিষয়টি জেনেছেন। সংক্রমণ রোধে রেড জোন এলাকায় বিধিনিষেধ কঠোরভাবে পালনের ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে বলেও জানান। আরও জানান, জেলায় করোনা সংক্রমণ রোধে রেড জোনের সংখ্যা বাড়ানো হচ্ছে।

এদিকে বগুড়ার করোনা চিকিৎসা কেন্দ্র বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক জানিয়েছেন, আর দুয়েক দিনের মধ্যে সেখানকার ধারণক্ষমতা পরিপূর্ণ হয়ে যাবে। ১২০ শয্যার হাসপাতালটিতে মঙ্গলবার আট রোগী ছুটি দিয়েও করোনা আক্রান্ত রোগী রয়েছে ৯৩ জন।

Comment here