নিজস্ব প্রতিবেদক : চলমান করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে গণস্থাস্থ্যের উদ্ভাবিত করোনাভাইরাস শনাক্তে ‘জি র্যাপিড ডট ব্লট’ কিটের কার্যকারিতা যাচাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে (বিএসএমএমইউ) কাজের গতি বাড়ানোর আহ্বান জানিয়েছেন গণস্থাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ মঙ্গলবার সন্ধ্যায় তিনি এই আহ্বান জানান।
গণস্থাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, ‘তাদের কার্যক্রম কচ্ছপ গতিতে এগুচ্ছে। জাতীয় ক্রাইসিসে কিট পরীক্ষার কার্যক্রমে আরও গতি থাকা দরকার। কিন্তু সরকারি ছুটির দিনে এ সংক্রান্ত কমিটি কাজ করবেন না। তাই হয়তো কিটের পরীক্ষার ফলাফল পেতে আগামী সপ্তাহ গিয়ে ঠেকবে।’
আজ সকাল ১০টার দিকে বিএসএমএমইউতে করোনাভাইরাস শনাক্তে গণস্থাস্থ্যের উদ্ভাবিত ‘জি র্যাপিড ডট ব্লট’ কিটের কার্যকারিতা নিয়ে ছয় সদস্যের কমিটির সঙ্গে বৈঠক করেছে গণস্বাস্থ্য কেন্দ্রের সমন্বয়কারী ড. মহিব উল্লাহ খোন্দকার। বিএসএমএমইউয়ের ভাইরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. শাহীনা তাবাসসুনের নেতৃত্বে প্রতিষ্ঠানটির ৬ সদস্য এই বৈঠকে অংশ নেন।
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে গণস্বাস্থ্যের কিটের ফলাফল পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন ড. মহিব উল্লাহ খোন্দকার। তিনি বলেন, ‘বিএসএমএমইউ সব প্রটোকল মেনেই কাজ করছেন। এ জন্য হয়তো একটু সময় লাগছে। তবে এটা স্বাভাবিক প্রক্রিয়া।’
Comment here