বশেমুরবিপ্রবিতে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

বশেমুরবিপ্রবিতে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সুকান্ত সরকার,বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের উদ্যোগে গ্লোবাল ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিষয়ক ক্যারিয়ার প্লানিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সার্বিক সহায়তায় ছিলো “রেজেন্সি হসপিটালিটি ট্রেনিং ইনস্টিটিউট (আরএইচটি)” আজ (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে দুপুর ১ টায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বশেমুরবিপ্রবি ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি তছলিম আহম্মেদ এর সভাপতিত্বে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোঃ আতিকুজ্জামান ভুঁইয়া এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শেফ টনি খান সহ আরএইচটি এর কো-অর্ডিনেটর মাহাবুব আলী নাহিয়ান,ম্যানেজার আব্দুল হালিম সরকার।

এছাড়াও কর্মশালায় ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট সহ বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় বক্তারা দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ট্যুরিজম এবং হসপিটালিটি ম্যানেজমেন্ট বিষয়ের গুরুত্ব,সুযোগ ও সম্ভাবনা তুলে ধরেন এবং কিভাবে একজন শিক্ষার্থী এ বিষয়ে শিক্ষাগ্রহন সম্পন্ন করে সফল ক্যারিয়ার তৈরি করতে পারে সে বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। কর্মশালার সভাপতি তছলিম আহম্মেদ বলেন “আমরা সর্বদাই শিক্ষার্থীদের সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করার চেষ্টা করি। এরই ধারাবাহিকতায় আমরা নিয়মিত বিভিন্ন সেমিনার আয়োজন করে থাকি। আমরা আশা করি আমাদের শিক্ষার্থীরা দেশের পাশাপাশি দেশের বাইরেও সফলভাবে নিজেদের ক্যারিয়ার গড়ে তুলবে এবং বিশ্ববিদ্যালয় ও দেশের জন্য সম্মান বয়ে আনবে”।

প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন বলেন ” ট্যুরিজম এবং হসপিটালিটি ম্যানেজম্যান্ট বর্তমান বিশ্বের অন্যতম সম্ভাবনাময় বিষয়, এ বিষয়ের গুরুত্ব উপলব্ধি করেই আমরা ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে এ বিভাগটি চালু করি। আমি আশা করি এই বিভাগ থেকে শিক্ষাগ্রহন সম্পন্ন করে শিক্ষার্থীরা দেশে এবং দেশের বাইরে সফল ক্যারিয়ার গড়ে তুলতে সক্ষম হবে।” উল্লেখ্য, বশেমুরবিপ্রবিতে বর্তমানে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে স্নাতক পর্যায়ে প্রায় ১৩০ জন শিক্ষার্থী অধ্যায়নরত রয়েছে। শিক্ষার্থীদের সময়োপযোগীভাবে গড়ে তুলতে বিভাগটি একাডেমিক কার্যক্রম এর বাইরেও নিয়মিত বিভিন্ন কর্মসূচি আয়োজন করে থাকে।

Comment here