বশেমুরবিপ্রবি প্রশাসনের সাথে শিক্ষার্থীদের আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক মুক্ত আওয়াজ
My title
শিক্ষাঙ্গন

বশেমুরবিপ্রবি প্রশাসনের সাথে শিক্ষার্থীদের আলোচনা সভা অনুষ্ঠিত

তানবির আলম খান, বশেমুরবিপ্রবি প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) প্রশাসনের সাথে শিক্ষার্থীদের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসিসিই(ACCE) বিভাগের লেকচারার মোসাদ্দেক হোসেনের সভাপতিত্বে  নবনিযুক্ত প্রক্টর, ছাত্র উপদেষ্টা,  হল প্রধ্যাক্ষগণ ও আরো কয়েকজন শিক্ষকের সাথে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গতকাল (বুধবার) বিকাল সাড়ে ৪টা থেকে রাত ৮ টা পর্যন্ত অনুষ্ঠিত সভায় অনার্স ৩য়, চূড়ান্ত এবং মাস্টার্সের শিক্ষার্থীরা  বিভিন্ন দাবিদাওয়া ও পরামর্শ জানান। এসময় তারা প্রধানত পরিচ্ছন্নতা, হলের আসন বণ্টনে দরিদ্রতা ও মেধার পাশাপাশি জ্যেষ্ঠতা অনুসরণ, সিট দখল বন্ধ, পড়ার কক্ষে মননশীল বই সরবরাহ ও কক্ষের আয়তন বৃদ্ধি, খাবারের মান বৃদ্ধি ও দাম সহনীয় পর্যায়ে রাখা, পানির সমস্যা সমাধান, গণরুমের সমস্যা সমাধানসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।
এরপর প্রশাসনের উপস্থিত ব্যক্তিবর্গ উপদেশ, পরামর্শ ও প্রতিশ্রুতি জানিয়ে বক্তব্য রাখেন। বিজয় দিবস হলের নবনিযুক্ত প্রভোস্ট মো. শফিকুল ইসলাম আসন বণ্টন প্রসঙ্গে বলেন,  “সিট বরাদ্দের বিষয়ে হলে এবং ইউনিভার্সিটিতে সুনির্দিষ্ট নিয়ম আছে। এর বাইরে যে মানবিক নিয়ম আছে অর্থাৎ দরিদ্র-মেধাবী-বিদেশী-উপজাতিদের জন্য ১০-২০ ভাগ.. সেখানে ছাড়া বাকী সবক্ষেত্রেই হান্ডেড টু হান্ডেড শতভাগ নিয়ম অনুসরণ করা হবে।”
 হলে ছাত্ররাজনীতি প্রসঙ্গে তিনি বলেন,” আমি রাজনীতি করাকে সম্মান করি। কিন্ত রাজনীতি সুষ্ঠু করতে হবে। রাজনীতি হতে হবে বিকাশের রাজনীতি, ছাত্রদের অধিকারের রাজনীতি, জাতির পিতার মত মানুষের ন্যায্যতার রাজনীতি হবে।….. আমি যদি শুনি কোন শিক্ষার্থীকে রাজনীতির নামে টর্চার করেছো, কাউকে রুম থেকে নামিয়ে দিয়েছ, তাহলে হয় আমি থাকব, নাহয় তুমি হলে থাকবা।”
এদিকে আন্দোলন পরবর্তী সময়ে প্রশাসনের পরিবর্তন ও আলোচনা সভার উদ্যোগে শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন। আইন বিভাগের শিক্ষার্থী রাফি বলেন, “আমরা সব বিষয়ে মোটামুটি আশ্বস্ত হয়েছি। এবং আমরা আশা করছি সব ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উল্লেখ্য, আন্দোলনের মুখে গত ৩০ সেপ্টেম্বর সাবেক উপাচার্য পদত্যাগ করার পর প্রশাসনের আরো কিছু দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ পদত্যাগ করেন। তখন নতুন করে প্রশাসনে কিছু রদবদল আসে। সাধরন শিক্ষার্থীরা এই রদবদলকে স্বাগত জানিয়েছে।

Comment here