বহুতল ভবনে রুপনগরে আগুন, ছড়িয়ে পড়ছে - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ঢাকাসমগ্র বাংলা

বহুতল ভবনে রুপনগরে আগুন, ছড়িয়ে পড়ছে

নিজস্ব প্রতিবেদক  : রাজধানীর মিরপুর-৭ নম্বর সেকশনের ঝিলপাড় বস্তিতে লাগা আগুন ছড়িয়ে পড়ছে এলাকাটির বহুতল ভবনে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। আজ শুক্রবার সন্ধ্যা ৭টা ২২ মিনিটে রূপনগর থানাধীন চলন্তিকা মোড় এলাকার বস্তিটিতে আগুনের সূত্রপাত ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. এরশাদ হোসেন আমাদের সময় অনলাইনকে জানান, আগুন বস্তিতে লাগলেও বাতাসের কারণে এলাকার বহুতল ভবনেও ছড়িয়ে পড়েছে। তবে এখানকার আগুন নির্বাপান করা গেছে। আগুন লাগার খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন কাজ শুরু করে। পরে আরও পাঁচটি ইউনিট যোগ দেয়। মোট ২০ ইউনিট এখন কাজ করছে।

স্থানীয়রা জানিয়েছেন, বস্তিতে অন্তত পাঁচ শতাধিক ঘর রয়েছে। ঈদের কারণে অনেকেই ঘর তালা দিয়ে গেছেন। বস্তির সব ঘর প্রায় পুড়ে গেছে। অনেকগুলো বহুতলা ভবন রয়েছে এখানে, আগুন সেখানেও ছড়িয়ে পড়ছে।

অনেকে জানিয়েছেন, কয়েকটি টিনের ঘরে বিদ্যুতায়িত হয়ে দুজন আহত হয়েছেন। একটি দোতালা ভবনেও আগুন ছড়িয়ে পড়েছে। তবে ভেতরে কেউ আটকা পড়েছে কিনা, সে বিষয় এখনও কেউ নিশ্চিত হতে পারেননি।

প্রথামিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ডিউটি অফিসার মো. এরশাদ হোসেন বলেন, আপাতভিত্তিতে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।

রূপনগর থানা পুলিশের সঙ্গে যোগযোগ কথা হলেও ব্যস্ততার কারণে কেউ কথা বলতে জাজি হননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাতাসের কারণে আগুন বহুতল ভবনের দিকে ছড়িয়ে পড়ছে। বস্তির পাশে গাড়ি চলাচলের জন্য কোনো রাস্তা নেই। ফায়ার সার্ভিসের গাড়িগুলো ঘটনাস্থলে পৌঁছাতে পারছে না। জনসাধারণ ফায়ার সার্ভিসের গাড়ি থেকে পাইপ টেনে আগুন নেভাতে পানি ছেটাচ্ছেন। বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

Comment here