বাংলাদেশের অগ্রযাত্রা সারা বিশ্বের বিস্ময়ে পরিণত হয়েছে: আইজিপি - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

বাংলাদেশের অগ্রযাত্রা সারা বিশ্বের বিস্ময়ে পরিণত হয়েছে: আইজিপি

পুলিশের প্রতিটি ইউনিটে খেলাধুলার চর্চা বাড়ানোর আহ্বান জানিয়ে আইজিপি আরও বলেন, ‘অনেকগুলো কারণে পুলিশ সদস্যদের সঙ্গে খেলাধুলার সম্পর্ক রয়েছে। শারীরিক গঠন ও মানসিক বিকাশে খেলাধুলার প্রয়োজনীয়তা আছে। জাতীয় পর্যায়ের খেলাধুলায় বাংলাদেশ পুলিশের পজিশন রয়েছে। আন্তর্জাতিক পর্যায়েও আমরা প্রতিনিধিত্ব করি। বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ আরও সুদৃঢ় করার জন্য চেষ্টা করছি।’

এ সময় পুলিশ বাহিনীর সব ভালো কাজে সবার সহযোগিতা কামনা করেন বেনজীর আহমেদ।

যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী ও আইজিপির সহধর্মিণী জীশান মির্জা ও পুলিশের খুলনা রেঞ্জ উপমহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার মহিদ উদ্দীন।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ২৭টি ইভেন্টের মধ্যে প্রথম দিন ১১টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আইজিপি ও তাঁর সহধর্মিণী।

এর আগে পুলিশ সদস্যদের অংশগ্রহণে প্যারেড, মনোজ্ঞ ডিসপ্লে ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এ সময় উপস্থিত ছিলেন খুলনা বিভাগের ১০ জেলার পুলিশ সুপার, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও বিভিন্ন সেক্টরের প্রতিনিধিরা।

Comment here