বাগদাদে মার্কিন দূতাবাসের সামনে রকেট হামলা, আহত ৬ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
আন্তর্জাতিক

বাগদাদে মার্কিন দূতাবাসের সামনে রকেট হামলা, আহত ৬

দৈনিক মুক্ত আওয়াজ ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসের সামনে রকেট হামলার ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে এ হামলায় বেসামরিক ও সেনা সদস্যসহ ৬ জন আহত হয়েছেন। তবে কোনো সংগঠন এ হামলায় দায় স্বীকার করেনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার একদিন পরেই বাগদাদে এ হামলার ঘটনা ঘটলো।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলিস্টার তাদের এক প্রতিবেদনে এ হামলার বিষয়টি জানায়। প্রতিবেদনে বলা হয়, বাগদাদে মার্কিন দূতাবাসে দুটি রকেট বোমা নিক্ষেপ করা হয়েছে। এ ছাড়া হেলিকপ্টার থেকে মর্টার রাউন্ড গুলি চালানো হয়। বাগদাদের কাছাকাছি একটি বিমান ঘাঁটিতেও হামলা চালানো হয়।

এ ঘটনায় উপকূল এলাকায় তিন বেসামরিক লোক আহত হয়। এ ছাড়া বিমান ঘাঁটিতে হামলায় তিন ইরাকি সেনা আহত হয়েছেন। ব্যালাড এয়ার বেজ এলাকাটিতে শত শত মার্কিন সেনা অবস্থান করছিল।

ডেইলিস্টার আরও জানিয়েছে, হামলার দায় কোনো সংগঠন স্বীকার করেনি। তবে ইরানি জঙ্গিরা শনিবার সকালে একটি লাল পতাকা উন্মোচন করে। যা ‘রক্তাক্ত প্রতিশোধে’র প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছিল। এ ছাড়া রাতে সন্ত্রাসী গোষ্ঠী হিজবুল্লাহ মার্কিন সামরিক ঘাঁটি সরিয়ে ফেলার জন্য ইরাকিদের সতর্ক করেছিল।

এর আগে বাগদাদ বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত হন ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকি মিলিশিয়া নেতা আবু মাহদি আল-মুহান্দিস। সোলেমানিকে হত্যায় মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের দামামা বাজবে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন বিশেষজ্ঞরা। বাগদাদে এদিনের রকেট হামলার প্রেক্ষিতে তারই সূচনা হয়ে গেল বলে মনে করা হচ্ছে।

Comment here