বাঘায় পু‌লিশ দে‌খে পালা‌তে গি‌য়ে পা ভাঙ্ল বৃ‌দ্ধের - দৈনিক মুক্ত আওয়াজ
My title
রাজশাহীসমগ্র বাংলা

বাঘায় পু‌লিশ দে‌খে পালা‌তে গি‌য়ে পা ভাঙ্ল বৃ‌দ্ধের

বাঘা উপজেলা প্রতিনিধিঃ  করোনা ভাইরাসের কারণে ঘরে থাকার নির্দেশ অমান্য করে বাজা‌রে আড্ডা দেবার সময়  রাজশাহীর বাঘায় এক  বৃ‌দ্ধের পা ভেঙ্গে গে‌ছে। আহত বৃ‌দ্ধের নাম আবুল হো‌সেন(৭০) । সে উপ‌জেলার শ‌রেরহাট গ্রা‌মের  জ‌হির উ‌দ্দিনের ছে‌লে। বুধবার (১লা এ‌প্রিল) রা‌ত্রি ৮টার সময় উপ‌জেলার  শ‌রেরহাট বাজা‌রে এ ঘটনা ঘ‌টে।

প্রত‌্যক্ষদ‌র্শিদের বর্ননা থে‌কে জানা যায়, এ দিন বাঘা থানার উ‌দ্দো‌গে দিনভর অসহায় ও দুস্থ‌দের মা‌ঝে ত্রান বিতরনের পাশাপা‌শি মানুষ‌কে সামা‌জিক দুরুত্ব বজায় রাখার প্রচেষ্টায় উপ‌জেলা ব‌্যা‌পি টহল দেন বাঘা থানা পু‌লিশ। এক পর্যা‌য়ে পু‌লি‌শের টহল টিম  উপজেলার শ‌রেরহাট বাজা‌রে সামাজিক দুরত্বের বিষ‌য়ে জনসাধারন‌কে স‌চেতন কর‌তে অবস্থান নেয়।  এ সময় শ‌রেরহাট বাজা‌রে এক‌ত্রে ৮/১০ জন ব‌্যা‌ক্তি গল্পরত অবস্থায় থাকাকা‌লিন সম‌য়ে বাজা‌রে পু‌লিশ এ‌সে‌ছে এ সংবাদ পে‌য়ে  দৌ‌ড়ে পালা‌তে থা‌কেন।  পালা‌নোর সময় আবুল হো‌সেন  একটি মটর সাই‌কে‌লের স‌ঙ্গে ধাক্কা লে‌গে পা‌য়ে আঘাত পান। প‌রে পু‌লিশ সদস‌্যরা তা‌কে উদ্ধার ক‌রে  স্থানীয় স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি ক‌রেন । হাসপাতা‌লে তা‌কে প্রাথ‌মিক টি‌কিৎসা দি‌য়ে বা‌সায় পা‌ঠি‌য়ে দেন।

বাঘা  স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের জরুরী বিভা‌গে কর্তব‌্যরত ডাক্তার নব‌নিতা চোধু‌রি ব‌লেন,  উ‌ল্লে‌খিত রোগী পা‌য়ের পাতায় হালকা জখম ও  চোট লে‌গে  হাসপাতা‌লে আ‌সেন। তা‌কে প্রাথ‌মিক চি‌কিৎসা দি‌য়ে ছে‌ড়ে দেওয়া হ‌য়ে‌ছে।

এ বিষয়ে জানতে চাইলে বাঘা থানা অ‌ফিসার ইনচার্জ ও‌সি নজরুল ইসলাম ব‌লেন, পু‌লিশ জনগ‌নের শত্রু নয় জনগ‌নের সেবক। অতএব পু‌লিশ‌কে  দে‌খে পালা‌নোর দরকার নেই। বরং আমা‌দের প্রত্যেকের উ‌চিৎ নি‌জের ও প‌রিবা‌রের মঙ্গলা‌র্থে প্রানঘা‌তি  করোনা ভাইরাস প্রতি‌রো‌ধে  সরকা‌রি নি‌র্দেশনা মে‌নে বাসায় অবস্থান করা।

Comment here