বিআরটিএ’র রসিদ থাকার পরও মামলা দিলে ব্যবস্থা : ডিএমপি কমিশনার - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

বিআরটিএ’র রসিদ থাকার পরও মামলা দিলে ব্যবস্থা : ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : বিআরটিএ থেকে স্মার্ট কার্ড লাইসেন্স পাওয়ার আগে প্রাপ্তি স্বীকার রসিদ থাকলে চালককে কোনও মামলা দেওয়া যাবে না। তারপরও কোনও ট্রাফিক সদস্য কাউকে জরিমানা কিংবা মামলা করলে তথ্য-প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।

আজ সোমবার দুপুরে রাজধানীর মিরপুরে বিআরটিএ কার্যালয়ে নিজের লাইসেন্সের কাজে বায়োমেট্রিক দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, ‘লাইসেন্সের জন্য প্রাপ্তি স্বীকার রসিদের ভিত্তিতে কোনও ট্রাফিক সার্জেন্ট মামলা দিতে পারবে না। এ সংক্রান্ত ডিএমপির নির্দেশনা দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এটা লাইসেন্স কর্তৃপক্ষের জটিলতা, চালকের দায় নয়। সুতরাং তাকে (চালক) ছাড় দেওয়া হচ্ছে। আর এই সুযোগে কেউ যদি তাকে জরিমানা করে থাকলে সেটা অন্যায়।’

এ সময় বিআরটিএ-তে আইনশৃঙ্খলা বাহিনীর কোনও সদস্য দালালির সঙ্গে জড়িত থাকলে তাকে ‘বাড়ি পাঠিয়ে দেওয়া হবে’ বলেও হুঁশিয়ারি দেন ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম।

 

Comment here