বিএনপির কার্যালয়ের সামনে ২ দফা ককটেল বিস্ফোরণ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ঢাকাসমগ্র বাংলা

বিএনপির কার্যালয়ের সামনে ২ দফা ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ২টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিকেলে একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি কার্যালয়ের সামনে এসে ফাঁকা স্থানে ককটেল দুটি বিস্ফোরণ করেন।’

তবে কে বা কারা, কিংবা কী কারণে এ বিস্ফোরণ ঘটানো হয়েছে, জানাতে পারেননি ওসি।

ধারণা করা হচ্ছে, গত শুক্রবার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া আরও গুরুত্বপূর্ণ পদে ৫৮ জন নেতার নাম ঘোষণা করা হয়। এই কমিটিতে সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী বিবাহিতদের রাখা হয়নি। এতে করে একটি অংশ ক্ষুব্ধ হয়েছে।

ছাত্রদলের এক নেতা জানান, তারাও শুনেছেন নয়াপল্টনে কার্যালয়ের সামনে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। এর সঙ্গে বিবাহিতদের একটি ক্ষুদ্র অংশ জড়িত আছে বলে জানান তিনি।

সংগঠনের গুরুত্বপূর্ণ এক নেতা আমাদের সময়কে বলেন, হঠাৎ করেই ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। যে বা যাদের ইন্ধনে এ ঘটনা ঘটানো হয়েছে, তাদের চিহ্নিত করতে ছাত্রদলের শীর্ষ নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে।’

ছাত্রদল থেকে যারা বাদ পড়েছেন, তাদের ব্যাপারে এই নেতা বলেন, ‘যারা বাদ পড়েছেন বিবাহিত না হলে; বয়সসীমা ঠিক থাকলে যোগ্যতা অনুযায়ী পূর্ণাঙ্গ কমিটিতে পদায়ন করা হবে।’

এ বিষয়ে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

Comment here