বিদিশা : কেউ চায় এরশাদের সম্পত্তি , কেউবা পদ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
জাতীয়

বিদিশা : কেউ চায় এরশাদের সম্পত্তি , কেউবা পদ

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ অসুস্থ হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন। কিন্তু এই অসুস্থতার মধ্যেও তাকে নিয়ে রাজনীতি শুরু হয়েছে। এমনকি তার পদ ও সম্পত্তি দখলের তৎপরতা চলছে বলে অভিযোগ করেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদ।

গতকাল রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিদিশা তার পেজে লিখেন, ‘তিনি (এরশাদ) এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। অথচ তাকে নিয়ে চলছে রাজনীতি, কেউ বা চায় তার পদ দখল করতে, কেউ বা তার স্থাবর-অস্থাবর সম্পত্তি। ‘

দৈনিক আমাদের সময় অনলাইন পাঠকদের জন্য বিদিশা এরশাদের পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

‘এই নির্মমতার শেষ কোথায়?

স্ত্রী দেখতে পারছে না তার স্বামীকে, সন্তান দেখতে পাচ্ছে না তার পিতাকে, এরকম এক নির্মমতার মধ্য দিয়ে অতিবাহিত করতে হচ্ছে আমার দিনগুলো। সবসময়ই বুকের ভেতরটা কেঁপে উঠছে এই বুঝি কোনো দুঃসংবাদ শুনি, আর কারো কথা বলছি না আমি সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ সাহেবের কথা বলছিl

তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। অথচ তাকে নিয়ে চলছে রাজনীতি, কেউবা চায় তার পদ দখল করতে, কেউবা তার স্থাবর-অস্থাবর সম্পত্তি।

কি নির্দয় এ সমাজের মানুষগুলো? যাদের জন্য জীবনে এত কিছু করে গেলেন তিনি, তারাই আজ তার মৃত্যু কামনা করছেন। বাবার মৃত্যুক্ষণে ছেলেকে সুকৌশলে দূরে রাখা হচ্ছে, কেউ কেউ তাকে নিয়ে নতুন স্বপ্ন দেখাও শুরু করেছেন।

আমি অত সাত-পাঁচ বুঝি না,আর এগুলো বুঝতে চাইও না, আমি চাই আমার ছেলেটা সুন্দরভাবে বেড়ে উঠুক, বাবার স্বপ্ন পূরণে সেও এক সময় দেশ ও জাতির জন্য কাজ করবে, কিন্তু আমার ভয় হচ্ছে আমার ছেলেকে নিয়ে, ও যেন আমার মতো কোনো ষড়যন্ত্রের শিকার না হয়। তাই আমি এরশাদের গড়া জাতীয় পার্টির সকল নেতাকর্মীদের অনুরোধ করবো, আপনাদের নেতার এই দুঃসময়ে তার পরিবারের পাশে এসে দাঁড়ান সত্য উদঘাটন করুন, ষড়যন্ত্রের হাত থেকে এরিককে বাঁচান।

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কি এরিক তার বাবাকে দেখতেও পারবে না? পারবে না কি শেষবারের মতো একবার বাবা বলে ডাকতে? এই প্রশ্ন জাতীয় পার্টির প্রতিটি নেতাকর্মীর কাছে আমার রইল, পাশাপাশি উনার সুস্থতার জন্য সকলকে দোয়া করার অনুরোধ রইলো।

বিদিশা।’

গত ২৬ জুন অসুস্থ বোধ করায় এইচএম এরশাদকে সিএমএইচে ভর্তি করা হয়। রক্তে সংক্রমণ ছাড়াও লিভার জটিলতায় ভুগছেন জাপা চেয়ারম্যান। এর আগে সিএমএইচের পাশাপাশি সিঙ্গাপুরেও নিয়মিত শারীরিক পরীক্ষা করান এরশাদ।

এই নির্মমতার শেষ কোথায় ? স্ত্রী দেখতে পারছেনা তার স্বামীকে সন্তান দেখতে পাচ্ছ না তার পিতা কে, এরকম এক…

Posted by Bidisha Ershad on Sunday, June 30, 2019

Comment here