বিরতিহীন ট্রেন চলবে রাজশাহী-ঢাকা রুটে - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

বিরতিহীন ট্রেন চলবে রাজশাহী-ঢাকা রুটে

রাজশাহী থেকে ঢাকা বিরতিহীন ট্রেনের অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে এর অনুমোদন দেওয়া হয় বলে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে জানানো হয়েছে।

আগামী ১৪ এপ্রিল (বাংলা নববর্ষ) থেকে ট্রেনটি চালু হচ্ছে। সপ্তাহে ছয়দিন ঢাকা-রাজশাহী-ঢাকা রুটে চলাচল করবে এই ট্রেন।

সিটি মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, ‘আমার নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর মধ্যে ঢাকা-রাজশাহী বিরতিহীন ট্রেন চালুর প্রতিশ্রুতি ছিল। দায়িত্বগ্রহণের পর থেকে এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে দাবি জানাই। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা-রাজশাহী রুটে বিরতিহীন ট্রেন অনুমোদন দিয়েছেন।’

মেয়র বলেন, ‘রাজশাহী-ঢাকা বিরতিহীন ট্রেন অনুমোদন দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

খায়রুজ্জামান লিটন জানান, সপ্তাহে ছয় দিন ট্রেনটি সকালে রাজশাহী থেকে ঢাকায় যাবে। আবার সেদিনই পুনরায় ঢাকা থেকে রাজশাহী ফিরবে। বাংলা নববর্ষের প্রথম দিন (১৪ এপ্রিল) থেকে ট্রেনটি চালু হওয়ার কথা রয়েছে। ট্রেনটিতে মালয়েশিয়া থেকে আনা উন্নতমানের নতুন কোচ থাকবে।

Comment here