বিরল কীর্তি গড়ে কিংবদন্তিদের পাশে মাশরাফি - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ক্রিকেটখেলাধুলা

বিরল কীর্তি গড়ে কিংবদন্তিদের পাশে মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক,সিলেট থেকে : এক ম্যাচে দুই কীর্তি গড়েছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি মোর্ত্তজা। অধিনায়ক হিসেবে ১০০ উইকেট নেওয়ার সঙ্গে স্বীকৃত ক্রিকেটে ৭০০ উইকেট নিয়েছেন তিনি।

আজ রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে ২ উইকেট নিয়ে কিংবদন্তিদের পাশে নাম লেখান টাইগার অধিনায়ক মাশরাফি৷

ওয়ানডের ইতিহাসে পঞ্চম অধিনায়ক হিসেবে ১০০ উইকেট শিকার করেন তিনি। অধিনায়ক হিসেবে উইকেট সংগ্রহের তালিকায় মাশরাফির আগে আছেন কেবল ৪ জন।

ইমরান খান, ওয়াসিম আকরাম, শন পোলক ও জেসন হোল্ডারের পর ৫ম অধিনায়ক হিসাবে ওয়ানডেতে উইকেটের সেঞ্চুরি করলেন মাশরাফি।

অধিনায়ক হিসেবে ১০০ উইকেট পাওয়ার অনন্য কীর্তি, যা এতদিন নিজেদের দখলে রেখেছেন ওয়াসিম আকরাম, শন পোলক ও ইমরান খান ও জেসন হোল্ডার৷

অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ওয়ানডেতে ১০০ উইকেটের বেশি যাদের ঃ

ওয়াসিম আকরাম (পাকিস্তান)- ১৫৮ উইকেট, (১০৯ ম্যাচ)।

শন পোলক (দক্ষিণ আফ্রিকা)- ১৩৪ উইকেট, (৯৭ ম্যাচ)।

ইমরান খান (পাকিস্তান)- ১৩১ উইকেট, (১৩৯ ম্যাচ)।

জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ)- ১০১ উইকেট, (৮৬ ম্যাচ)।

মাশরাফি (বাংলাদেশ)- ১০০ উইকেট, (৮৬ ম্যাচ)।

Comment here