বিশ্ব বাঁচাতে যুদ্ধকে না বলুন: প্রধানমন্ত্রী - দৈনিক মুক্ত আওয়াজ
My title
রাজনীতি

বিশ্ব বাঁচাতে যুদ্ধকে না বলুন: প্রধানমন্ত্রী

বিরোধী নেতাদের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি ইঙ্গিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘যারা মনে করেছিল কে আসে কে না আসে…ফুল কিন্তু ফুটতে শুরু করেছে। আরও অনেক ফুল ফুটবে। মনোনয়ন ফরম সরকারিভাবে নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া পর্যন্ত শত ফুল ফুটবে। কাজে এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই। উই আর হ্যাপি।’

আজ বুধবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি এবং সশ্লিষ্ট উপকমিটির আহ্বায়ক ও সদস্যসচিবদের নিয়ে এ সমন্বয় সভার আয়োজন করা হয়।

দলের নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘অপপ্রচার প্রতিহত করতে হবে এবং নাশকতা ঠেকাতে হবে। নির্বাচনকে তারা প্রশ্নবিদ্ধ করতে চাইবে। কিন্তু ভন্ডুল করা সম্ভব নয়। নির্বাচন এখন জনগণের সম্পদ। এই নির্বাচন প্রতিহত করা, প্রশ্নবিদ্ধ করার কোনো চেষ্টা সফল হবে না।’

তিনি বলেন, ‘বিদেশ নিয়ে এখন অত মাথা ঘামানোর প্রয়োজন নেই। যারা আমাদের ব্যাপারে মাথা ঘামাবে, তারা এখন মধ্যপ্রাচ্য নিয়ে ব্যস্ত। তারা হামাস আর ইসরায়েল নিয়ে ব্যস্ত। তারা রাশিয়া–ইউক্রেন নিয়ে এখনো ব্যস্ত। এখন তাদের কাজ আরও বেড়ে গেছে।’

ওবায়দুল কাদেরের ভাষ্য, ‘আমাদের নিয়ে অত মাথা ঘামানোর সময় এবং সুযোগ শক্তিধরেরা খুব একটা পাবে বলে মনে হয় না। কারণ, তাদের মাথায় এখন মধ্যপ্রাচ্য। তাদের মাথায় ইউরোপ। তাদের মাথায় তেলের মূল্য আরও বৃদ্ধি হবে, সেই আশঙ্কা রয়ে গেছে। মধ্যপ্রাচ্যই সেই পথ খুলে দিয়েছে। কে নিষেধাজ্ঞা দিল, কে ভিসানীতি দিল— এসব নিয়ে আমরা মাথা ঘামাই না। আমরা আমাদের শক্তি নিয়ে চলি। আমাদের শক্তি আমাদের জনগণ।’

Comment here