বুয়েটের হল খুলছে ১০ নভেম্বর - দৈনিক মুক্ত আওয়াজ
My title
শিক্ষাঙ্গন

বুয়েটের হল খুলছে ১০ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শহীদ স্মৃতি হল ছাড়া অন্যগুলো খুলে দেওয়া হবে ১০ নভেম্বর। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সেশন রিভিউ কমিটির বৈঠক থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মহামারি কারণে দীর্ঘ ১৯ মাস বন্ধ থাকার পর আবাসিক হলগুলো স্নাতক শিক্ষার্থীদের খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তবে কমপক্ষে এক ডোজ টিকা নেওয়ার শর্তে হলে পারবেন শিক্ষার্থীরা।

এ ছাড়া বুয়েটের স্নাতক ক্লাস আগামী ১৩ নভেম্বর থেকে পুনরায় শুরু হবে। রোববার একাডেমিক সেশন রিভিউ কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য, ফ্যাকাল্টি ডিন, বিভাগের চেয়ারম্যান ও হল প্রাধ্যক্ষবৃন্দ। এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক সত্যপ্রসাদ মজুমদার। ছাত্র কল্যাণের পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ দিকে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৮২ শতাংশ শিক্ষার্থী এক ডোজ টিকা নিয়েছেন এবং ৬৮ শতাংশ  দুই ডোজ টিকা নিয়েছেন বলে জানিয়েছেন ড. মো. মিজানুর রহমান।

 

Comment here