বেনাপোল সীমান্তে মরণ নেশা ইয়াবা সহ আটক-২ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

বেনাপোল সীমান্তে মরণ নেশা ইয়াবা সহ আটক-২

মোঃআওয়াল হোসেন : বেনাপোল সীমান্ত  থেকে দুইশত পিচ ইয়াবা ও নগদ ৪০,৩৪০ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার (২১ অক্টোবর) সকালে অভিযান চালিয়ে  বেনাপোল পোর্টথানা পুলিশ তাদেরকে আটক করে।
ads
আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানাধীন  কাগজপুকুর (দক্ষিন পাড়া, জুলুর বাড়ীর পার্শ্বে) গ্রামের মৃত: কাশেম আলীর ছেলে নাসির উদ্দিন (৫০) ও বেনাপোল (কলেজ পাড়া, শরীফের বাড়ীর পার্শ্বে) গ্রামের মৃত: আবুল কাশেম ছেলে আব্দুল হাকিম (৫২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, এসআই এইচএমএ লতিফ সংগীয় অফিসার ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে বেনাপোল ডিগ্রী কলেজের সামনে পাকা রাস্তার উপর থেকে ২০০ (দুইশত) পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ৪০,৩৪০ টাকাসহ তাদেরকে আটক করে।
বেনাপোল পোর্ট থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামিদের নামে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।

Comment here