বেলা বাড়তেই বাড়ছে তাপমাত্রার পারদ, কী জানাচ্ছে হওয়া অফিস - দৈনিক মুক্ত আওয়াজ
My title
আন্তর্জাতিক

বেলা বাড়তেই বাড়ছে তাপমাত্রার পারদ, কী জানাচ্ছে হওয়া অফিস

শিবাঙ্গী সিংহ কলকাতা   : জুনের শুরুতেই গরমের পারদ তুঙ্গে। বেলা বাড়তেই বাড়ছে তাপমাত্রা। বাতাসে জ্বলীয় বাষ্প থাকায় বাড়বে অস্বস্থি। আগামী কয়েক দিনে দক্ষিনবঙ্গে তাপমাত্রা বাড়ছে ২ থেকে ৪ ডিগ্রির কাছাকাছি।

প্রসঙ্গত, আজ অর্থাৎ মঙ্গলবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের পশ্চিমের বেশ কিছু জায়গা গুলিতে। মহানগরে থাকবে আজ পরিষ্কার আকাশ পাশাপাশি থাকবে অস্বস্থিকর আবহাওয়া। বাতাসে জ্বলীয় বাষ্পের দরুন থাকবে ভ্যাপসা গরম। আজ, মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৯ থেকে ৯১ শতাংশ। আগামী কয়েক দিনের মধ্যেই কলকাতার তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে ৩৮ ডিগ্রির কাছাকাছি।

উল্লেখ্য, বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার সহ বেশ কয়েকটি জেলায়। আগামি ৭২ ঘন্টায় উত্তরের সমতলের জেলায় ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত পারদ উত্থানের পূর্বাভাস রয়েছে।

Comment here