ভায়রা ও শ্যালক-শ্যালিকার মারধরে প্রাণ গেল ট্রাভেল এজেন্সি মালিকের - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

ভায়রা ও শ্যালক-শ্যালিকার মারধরে প্রাণ গেল ট্রাভেল এজেন্সি মালিকের

রাজধানীর শান্তিনগরে ভায়রা, শ্যালক ও শ্যালিকার মারধরে মোহাম্মদ বাহার (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে কাকরাইলের শান্তিনগর প্লাজার এম বাহার ওভারসিস কার্যালয়ে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি ওই ট্রাভেল এজেন্সির মালিক ছিলেন। তিনি নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার মৃত আলী আহামেদের ছেলে। বর্তমানে যাত্রাবাড়ির কাজলায় বসবাস করতেন তিনি। এক ছেলের জনক ছিলেন বাহার।

নিহতের স্ত্রী জয়নব অভিযোগ করে বলেন, ‘বাহার তার এক বন্ধুর কাছ থেকে আমার ছোট বোন ফাতেমার জামাই জাকিরের জন্য কাতারের ভিসার ব্যাবস্থা করে দিয়েছিল। আজ তার যাওয়ার কথা ছিল, কোনো জটিলতার কারণে আজ ফ্লাইট মিস হয়েছে।’

তিনি বলেন, ‘আর এ কারণে, বোন ফাতেমা তার জামাই জাকির ও আমার ভাই ইউনুস ক্ষিপ্ত হয়ে অফিসে গিয়ে আমার স্বামী বাহারকে তারা মারধর করে ও গলাটিপে ধরে। এতে সে অজ্ঞান হয়ে পড়ে। পরেতাকে সেখান থেকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ইসলামিয়া হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর বিকেল ৫টা ২০ মিনিটের দিকে মৃত ঘোষণা করেন।’

রমনা থানার রমনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ, উপপরিদর্শক (এসআই) শহিদুল উসমান মাসুম বলেন, ‘মরদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে মারামারির ঘটনায় তিনি আহত হয়ে মারা গেছেন। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। তদন্তের পর ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে।’

Comment here