সারাদেশ

ভূমিকম্পে কাঁপল দেশ

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা ৪৬ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৪ দশমিক ৫। প্রাথমিকভাবে এ ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন, আজ বেলা ১০ টা ৪৬ মিনিট ১৫ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল সিলেটের গোলাপগঞ্জ। তবে এর মাত্রা কত ছিল তা এখনো জানা যায়নি।

এদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) ওয়েবসাইটে জানিয়েছে, বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী এলাকায় হওয়া ভূমিকম্পের রিখটার স্কেলেমাত্রা ছিল ৫।

এর আগে গত ৫ মে ভোরে রাজধানীতে ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ৪ দশমিক ৩ মাত্রা। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা জেলার দোহারে, যা রাজধানীর জিরো পয়েন্ট থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। কাতকালীয়ভাবে সেদিনও শুক্রবার ছিল।

Comment here

Facebook Share