ভৈরব নদীর পূর্ব কাননের পর থেকে নদীর মাটির বালি নিয়ে চলছে রমরমা ব্যবসা - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

ভৈরব নদীর পূর্ব কাননের পর থেকে নদীর মাটির বালি নিয়ে চলছে রমরমা ব্যবসা

জাহিদ হাসান  জীবননগর চুয়াডাঙ্গা  : চুয়াডাঙ্গা জীবননগর উপজেলায় মধ্য দিয়ে প্রবাহমান ভৈরব নদী , নদী পূণখননের পর থেকে শুরু হয়েছে অসাধু সিন্ডিকেট, চলছে রমরমা ব্যবসা। আন্দুলবাড়ীয়া বৈদ্যাধরপুর গ্রামে ভৈরভ নদীতে অবৈধ ভাবে চলছে বালু উত্তালনের কাজ,কিন্তু ৬ অক্টোবর জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম রাসেল আন্দুলবাড়ীয়াই ভ্রাম্মান অভিযান করে, উত্তাল করা বালু নিলামে বিক্রর করে,বন্ধ হয় বালু উত্তালনের কাজ। কিন্তু কোন নিয়ম না মেনে একই ঠিকেদার ও এলাকায় প্রভাব বিস্তার শালি একতৃতে আন্দুলবাড়ীয়া, বৈদ্যাধরপুর গ্রামে চলছে অবৈধ ভাবে বালু উত্তালন ফলে শুরু হয়েছে নদীর বাঁধ ভাঙ্গোন। ধরনা করা হচ্ছে যদি এই ভাবে বালু উঠতে থাকে তাহলে আশেপাশে বাড়ি- ঘড় ও রাস্তা-ব্রিজ বসে যাওয়া ঝুঁকিপূণ রয়েছে।
তথ্যে সূত্রে জানাজাই রাস্তা ঠিকেদার নজরুল ইসলাম ও আন্দুলবাড়ীয়া বিস্তার শালি লেদ মিস্তিরি বিপুল তাদের নেতৃত্ব চলছে কাজ। তারা জানাই জীবননগর,হাসাদাহ করিমপুর গ্রামের রাস্তা কাজ চলছে নদী থেকে বালু উত্তাল করে দেওয়া হচ্ছে রাস্তায়। নদী থেকে বালু উত্তালন করার কোন পারমিশন আছে কি না জানতে চাইলে বলে সবাইকে মেনেজ করে কাজ করা হচ্ছে।

Comment here