ভোট বর্জন ও সরকারকে অসহযোগিতার আহ্বান বিএনপির - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

ভোট বর্জন ও সরকারকে অসহযোগিতার আহ্বান বিএনপির

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদের ৭ জানুয়ারির ভোট বর্জন এবং আজ থেকে সরকারকে ‘সবক্ষেত্রে’ অসহযোগিতা করার জন্য জনগণকে অনুরোধ করেছে বিএনপি। আজ বুধবার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের পক্ষ থেকে এই আহ্বান জানান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ এক ভিডিও বার্তায় দলের বক্তব্য তুলে ধরেন। এরপর বিএনপির শীর্ষ নেতৃত্বের পক্ষে আজ রিজভী দলের অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন।

এ সময় দেশবাসীকে উদ্দেশ্য করে রিজভী বলেন, ‘আজ এই মুহুর্ত থেকে অসহযোগ আন্দোলন শুরু করুন। আগামী ৭ জানুয়ারীর ডামী নির্বাচন বর্জন করুন।’

তিনি আরও বলেন, ‘৭ জানুয়ারির নির্বাচনে ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তা কর্মচারীগণ দায়িত্ব পালনে বিরত থাকুন।’

দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, ‘বর্তমান অবৈধ সরকারকে সকল প্রকার ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিল এবং অন্যান্য প্রদেয় স্থগিত রাখুন। ব্যাংক খাতের মাধ্যমে সরকার সবচেয়ে বেশি অর্থ লুটপাট করেছে। ফলে ব্যাংকে টাকা জমা রাখা নিরাপদ কিনা সেটি ভাবুন।’

সরকার বিরোধী নেতাকর্মীদের উদ্দেশ্যে রুহুল কবির রিজভী বলেন, ‘মিথ্যা ও গায়েবি মামলায় অভিযুক্ত লক্ষ লক্ষ রাজনৈতিক নেতাকর্মী/ আপনারা আজ থেকে আদালতে মামলায় হাজিরা দেয়া থেকে বিরত থাকুন।’

Comment here