করোনায় মৃতদের দাফনের বিষয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

করোনায় মৃতদের দাফনের বিষয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : মরণঘাতী করোনাভাইরাস বিশ্বব্যাপী হাজার হাজার প্রাণ কেড়ে নিয়েছে। করোনা তার মারণ থাবা বসিয়েছে বাংলাদেশেও। দেশে করোনাভাইরাসে প্রাণ গেছে দুজনের, আক্রান্ত হয়েছেন মোট ২৪ জন। মৃতদের দাফন নির্দিষ্ট প্রোটোকল মেনে করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।

আজ শনিবার মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।

যারা মারা যাচ্ছেন তাদের দাফন-কাফনের ব্যাপারে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে- সাংবাদিকদের এমন প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের একটি ব্যারিয়ার প্রোটোকল আছে, সেই প্রোটোকল মেনেই করা হচ্ছে। সেই প্রোটোকলের বিস্তারিত আমি জানি না। যারা করছেন তারা প্রোটোকল মেনেই করছেন।’

গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলনে সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানার কাছে করোনাভাইরাসে মৃত ব্যক্তিদের সৎকারের বিষয়ে সাংবাদিকরা বার বার জানতে চান। তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরে বলেন, ‘অলরেডি প্রোটোকল আছেই। ডব্লিউএইচও’র যে প্রোটোকল আছে সে অনুযায়ী হবে। এ ছাড়া আমাদেরও প্রোটোকল আছে।’

আজ শনিবারের সংবাদ সম্মেলনে জাহেদ মালিক বলেন, ‘করোনায় বাংলাদেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট দুজন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হলো।’

তিনি আরও বলেন, ‘আজ আরও চারজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করেছে আইইডিসিআর। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪ জন।’

এ ছাড়া প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ৫০ জন এবং হোম কোয়ারেন্টিনে ১৪ হাজার আছেন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

করোনার চিকিৎসায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট ও শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট প্রস্তুত করা হচ্ছে বলেও জানান জাহিদ মালেক। তিনি আরও বলেন, ১০০ নতুন আইসিইউ স্থাপন করা হবে শিগগিরই। পর্যায়ক্রমে আরও ৪০০ আইসিইউ স্থাপন করা হবে।

প্রশিক্ষণের জন্য চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসক-নার্সদের দেশে আনা হবে বলেও ব্রিফিংয়ে জানান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় বিয়ে-শাদিসহ ধর্মীয় ও সামাজিক জমায়েত বন্ধ রাখার আহ্বান জানান জাহিদ মালেক।

Comment here