দ্বীন ইসলাম নয়ন,জেলা প্রতিনিধি : দ্বীপ জেলার ভোলার লালমোহন ও চরফ্যাশন উপজেলায় ঝড়ো বাতাসে ২০ ঘর বিধ্বস্ত হয়েছে। এ সময় ২৫ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে প্রাথমিকভাবে দশ জনের নাম পাওয়া গেছে। এরা হলেন পশ্চিম চর উমেদ ৭নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রশিদ মাল, তার ছেলে ইমরান ও তিশান। লর্ডহাডিঞ্জ ইউনিয়ন ত নং ওয়ার্ডের বাসিন্দা মোঃমোস্তফা,আলীহোসেন ও তার স্ত্রী ,নাসির ও তার ছেলে, আঃশহীদ, আহতদের উপজেলা সদর হাসপাতে পাঠানো হয়,অবস্তার অবনতি হলে দুইজনকে ভোলা সদর হাসপাতে পাঠানো হয়।
ওই এলাকার বাসিন্দা মো. ইব্রাহিম জানান, রাত সাড়ে ৯টার দিকে ঘুর্ণিঝড়ের বিকট আওয়াজ শুনতে পায়। মুহূর্তের মধ্যে ওই এলাকার রশিদ মালসহ একই বাড়ির আরও দুইটি ঘর বিধ্বস্ত হয়। এ সময় বাড়ির গাছপালাও উপড়ে পড়ে।
তিনি আরও জানান, একই সময়ে ওই এলাকার পাশের এলাকা চরফ্যাশনের ওসমানগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আব্দুল মোতালেব ও তার ছেলে মামুন ও বিল্লালের ঘর বিধ্বস্ত হয়েছে। পাশের আরেকটি বাড়ির আব্দুল মুনাফের বসত ঘরটিও বিধ্বস্ত হয়ে যায়। এ সময় ওই এলাকার রাস্তার গাছপালাও উপড়ে পড়েছে বলে জানান তিনি।
লালমোহন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি বলেন, আমরা লর্ডহাডিঞ্জ ইউনিয়নের রায়চাঁদ এলাকায় গাছ পড়ে দুই জন আহত হওয়ার খবর পেয়েছি।বাকিদের খবর এখনো পাইনি।
Comment here