শিক্ষিকার যৌন হয়রানির মামলা শিক্ষকের বিরুদ্ধে - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সমগ্র বাংলাসিলেট

শিক্ষিকার যৌন হয়রানির মামলা শিক্ষকের বিরুদ্ধে

মৌলভীবাজারের কুলাউড়ায় শিক্ষকের বিরুদ্ধে শিক্ষিকাকে যৌন নিপীড়নের মামলা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মেহেরপুরের মুজিবনগরে কলেজছাত্রীকে উত্ত্যক্তের দায়ে এক যুবককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

কুলাউড়া : মৌলভীবাজারের কুলাউড়ার সীমান্তবর্তী তেলিবিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমদ (৫৫) কর্তৃক স্কুলের এক সহকারী শিক্ষিকাকে যৌন নিপীড়নের অভিযোগে থানায় মামলা হয়েছে। ২৫ জুলাই সন্ধ্যায় ওই শিক্ষিকা মামলাটি দায়ের করেন। এর আগে এ ঘটনার প্রতিকার ও নিরাপত্তা চেয়ে ১৭ জুলাই কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে অভিযোগ করেন শিক্ষিকা। পরে ইউএনওর নির্দেশে কুলাউড়া থানা পুলিশ ঘটনার তদন্ত করলে সত্যতা বেরিয়ে আসে। কুুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ইয়ারদৌস হাসান জানান, আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে। অভিযুক্ত শিক্ষক নোমান আহমদ বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ সত্য নয়, ষড়যন্ত্র চলছে।

কসবা : ব্রা??হ্মণবাড়িয়ার কসবায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত শুক্রবার রাতে ওই ছাত্রী তিনজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য গত শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠিয়েছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছেÑ কসবা পৌর এলাকার ইমামপাড়া এলাকার শেখধন মিয়া ও কৃষ্ণপুর এলাকার সুমন মিয়া। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। গত ২০ জুলাই তুলে নিয়ে একটি বাড়িতে ৬ দিন আটকে রেখে ওই ছাত্রীকে ধর্ষণ করা হয়। ২৫ জুলাই গভীর রাতে তাকে বাড়ির সামনে ফেলে যায় অভিযুক্তরা।

মেহেরপুর : মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে মাহাবুবুর রহমান (২০) নামের এক যুবককে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার দুপুর আড়াইটার দিকে কলেজ প্রাঙ্গণে মুজিবনগরের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুল আলম এ আদালত পরিচালনা করেন। দ-িত মাহাবুবুর রহমান মুজিবনগর উপজেলার বাগোয়ান বকস্ পাড়ার আব্দুল হামিদের ছেলে।

Comment here