আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপর শুরু হয়ে যাবে বিশ্বকাপ ক্রিকেট। প্রথম খেলায় অংশ নেবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের ওভালে ২ জুন বাংলাদেশ মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার।
বিশ্বকাপ শুরুর আগে বিনোদন অঙ্গনের তারকা এম ফাহিম ফয়সাল স্মরণ জানালেন বাংলাদেশ দলের জয় নিয়ে তিনি আশাবাদী। অনেকের মত, বাংলাদেশের বিশ্বকাপ জেতার সম্ভাবনা অনেক। কেউ কেউ বলছেন, চ্যাম্পিয়ন হতে না পারলেও বাংলাদেশ অনেক ভালো কিছু করবে। তারকার ফাহিমের সঙ্গে কথা বলেছেন বিনোদন রিপোর্টার “আশিকুল ইসলাম আকাশ”
চোখের সামনে বাংলাদেশ দলের এগিয়ে যাওয়া দেখছি। একটা সময় ছিল, যখন একটি খেলা জিততে পারলেই সন্তুষ্ট থাকতাম। এখন আর সেই অবস্থায় নেই আমরা।
আমাদের দল এখন বিশ্বের যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে। বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় যেমন আছেন দলে, তেমনি তারুণ্যনির্ভর অনেক খেলোয়াড়ও আছেন। বাংলাদেশ বিশ্বকাপ জিতলে অবাক হওয়ার কিছু নেই। ঠান্ডা মাথায় নিজেদের মতো করে খেলাটা খেললেই হয়। ক্যাপ্টেন মাশরাফির দিকে তাকিয়ে আছি। কাপটা নিয়ে ফিরে আসুক আমাদের টাইগার বাহিনী।
তিনি আরও বলেন শুধু সপ্ন দেখে নয় সপ্ন বাস্তব করতে হবেই হবে।
যাঁরা বিশ্ব ক্রিকেটকে শাসন করছে; তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকেরাও আছেন সেই দলে। সবার জন্য শুভকামনা।
Comment here