মানবিক দিক বিবেচনায় ৩০৪ যাত্রীর দেশে আসার অনুমতি : বেবিচক - দৈনিক মুক্ত আওয়াজ
My title
জাতীয়

মানবিক দিক বিবেচনায় ৩০৪ যাত্রীর দেশে আসার অনুমতি : বেবিচক

নিজস্ব প্রতিবেদক : নিষেধাজ্ঞা সত্ত্বেও ইতালি ও জার্মানি থেকে ৯৫ জনসহ ৩০৪ জন বাংলাদেশি কাতার এয়াওয়েজের একটি ফ্লাইটে দেশে এসেছেন। আজ সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মাফিদুর রহমান।

তিনি বলেন, ‘মানবিক দিক বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

বিদেশফেরতদের সবাইকে আশকোনা হজ ক্যাম্পে ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেনটাইনে রাখা হবে বলেও জানান বেবিচক-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মাফিদুর রহমান।

গতকাল রোববার বেবিচক সংবাদ সম্মেলন করে জানায়, সোমবার দুপুর ১২টা থেকে ৩১ মার্চ পর্যন্ত লন্ডন বাদে ইউরোপ থেকে যাত্রী আনতে পারবে না কোনো এয়ারলাইন্স। যদি কোনো এয়ারলাইন্স এরপরও যাত্রী নিয়ে আসে তবে তাদের খরচেই ফেরত পাঠানো হবে।

Comment here