মানুষ যেন ন্যায়বিচার পায়, সেটাই আমাদের প্রচেষ্টা: প্রধানমন্ত্রী - দৈনিক মুক্ত আওয়াজ
My title
জাতীয়

মানুষ যেন ন্যায়বিচার পায়, সেটাই আমাদের প্রচেষ্টা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশের প্রতিটি মানুষ, একেবারে নিম্নস্তর থেকে শুরু করে উচ্চস্তর, সকলেই যেন ন্যায় বিচার পায়, উন্নত জীবন পায়, দারিদ্রমুক্ত হয় সেটাই আমাদের প্রচেষ্টা।’

আজ শনিবার দুপুর দেড়টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আইনজীবী মহাসমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক। এর আগে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের ১৫ তলা বিশিষ্ট নতুন ভবন উদ্বোধন করেন।

তিনি বলেন, ‘৯৬ সালে আমি যখন সরকার গঠন করি তখন থেকেই আমাদের লক্ষ্য যেন আইনের শাসন হয়। কারণ বাংলাদেশে ১৯৭৫ সালে জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হয়। আর এই হত্যার পর প্রথমে খন্দকার মোশতাক, বেইমান মোনাফেক, জিয়াউর রহমানের সহায়তায় ক্ষমতা দখল করে। কিন্তু টিকতে পারেনি। কারণ যারা পিছন থেকে এভাবে কলকাঠি নাড়ায় এসব বেইমানদের তারা ব্যবহার করে রাখে না, এটাই হলো বাস্তবতা। কাজেই মোশতাককে বিদায় নিতে হয়। আসল চেহারা বেরিয়ে আসে। জিয়াউর রহমান, একাধারে সেনাপ্রধান, সাথে সাথে আবার নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দেয়।’

Comment here