সারাদেশ

মামার বাড়িতে গিয়ে কিশোরের ‘আত্মহত্যা’

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় মামার বাড়িতে বেড়াতে এসে মনিরুল ইসলাম (১৪) নামের এক কিশোর আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

গতকাল মঙ্গলবার রাতে ভূঞাপুরের আলোয়া ইউনিয়নের নিকলা গোপাল এলাকা থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ।

ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শামছুল হক জানান, নিকলা গোপাল এলাকায় মামা ঠান্ডু মল্লিকের বাড়িতে বেড়াতে আসে মনিরুল। মঙ্গলবার সেখানেই তাঁতের সুতা গলায় পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। আজ বুধবার ময়নাতদন্তের জন্য তার লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

শামছুল হক আরও জানান, মনিরুল রংপুরের মিঠাপুকুর উপজেলার বেতঘারা গ্রামের শাফির ছেলে।

নিহত মনিরুল ইসলামের বাবা জানান, তার ছেলে মানসিক প্রতিবন্ধী ছিল।

Comment here

Facebook Share