মা হতে যাচ্ছেন পরীমনি - দৈনিক মুক্ত আওয়াজ
My title
বিনোদন

মা হতে যাচ্ছেন পরীমনি

বিনোদন প্রতিবেদক : মা হতে যাচ্ছেন সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। আজ সোমবার তিনি নিজেই খবরটি জানালেন গণমাধ্যমকে। আর তার সন্তানের বাবা অভিনেতা শরিফুল রাজ।

পরীমনি জানান, নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের সিনেমা ‘গুণীন’র সেটে তারা প্রেমে পড়েন। আর তিন দিন আগে পরিচালককে মিষ্টি খাইয়ে বিয়ের খবর জানান পরী। বিষয়টি দৈনিক আমাদের সময় অনলাইনকে নিশ্চিত করেছেন সেলিম নিজেও।

তিনি বলেন, ‘গত তিন দিন আগে পরী-রাজ এসে আমাকে মিষ্টি খাইয়ে জানায়, তারা গোপনে বিয়ে করেছে। আর শিগগিরই তারা বাবা-মা হচ্ছেন। তখন আমি তাদের অভিনন্দন জানাই।’

গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমও জানান, মূলত তার সিনেমার কাজ করতে গিয়েই এই দুজন প্রেমে পড়েন ও বিয়ে করেন।

এদিকে, আজ সোমবার দুপুরে একটি ছবিটি শেয়ার করে শরিফুল রাজ লিখেছেন, ‘অভিনন্দন রাজ। ধন্যবাদ পরী’।

জানা গেছে, আগামী দেড় বছর কাজ করবেন না পরীমনি।

 

Comment here