মিন্নির রিমান্ড : হাইকোর্ট হস্তক্ষেপ করতে চান না - দৈনিক মুক্ত আওয়াজ
My title
জাতীয়

মিন্নির রিমান্ড : হাইকোর্ট হস্তক্ষেপ করতে চান না

রগুনায় প্রকাশ্যে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা মামলার প্রধান সাক্ষী আয়েশা সিদ্দিকা মিন্নির রিমান্ড বাতিলে সাড়া দেয়নি হাইকোর্ট। আদালত বলেছেন, ‘এই মামলায় এ মুহূর্তে আমরা হস্তক্ষেপ করতে চাই না। নিম্ন আদালতেই আবেদনের সুযোগ রয়েছে। আপনারা সেখানে যান। আদালত পরিবর্তনের আবেদনও করতে পারেন। এমনকি ফৌজদারি বিধিতে হাইকোর্টের ট্রায়াল করার আবেদনের সুযোগও রয়েছে।’

আজ বৃহস্পতিবার বিচারপতি এফআরএম নাজমুল আহাসান এবং বিচারপতি কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এসব কথা বলেন।

জাতীয় একটি দৈনিকে ‘মিন্নির রিমাণ্ড পাশে কেউ নেই’ মর্মে সংবাদ প্রকাশিত হওয়ার পর সুপ্রিমকোর্টের আইনজীবী ফারুক হোসেন আদালতের নজরে আনলে আদালত একথা বলেন।

ফারুক হোসেন হাইকোর্টকে বলেন, ‘এ মামলার প্রধান সাক্ষী ছিল আয়েশা সিদ্দিকা মিন্নি। মামলার এজাহারভূক্ত আসামিদের পাঁচজনকে (৪ জন ) এখনো গ্রেপ্তারে প্রশাসন বড় কোনো পদক্ষেপ নিতে পারেনি। প্রধান সাক্ষী মিন্নি স্বামী শোকে এ মুহূর্তে কাতর। তাকে জিজ্ঞাসাবাদের নামে টর্চারিং করে পরে গ্রেপ্তার দেখানো হয়। এর পর আবার রিমাণ্ডে নেওয়া হয়। এটা অমানবিক।’

সুপ্রিমকোর্টের ওই আইনজীবী আরও বলেন, ‘এ ঘটনার মূল হোতাদের আড়াল করতে মামলার প্রধান সাক্ষীকে গ্রেপ্তার করা হয়েছে। অথচ সাক্ষী মিন্নিতো সব সময় মামলার পাশে থাকবে; তাকে পরেও গ্রেপ্তার করা যেত। আমরা আয়েশা সিদ্দিকা মিন্নির রিমান্ড বাতিল ও মামলা সঠিক পথে পরিচালনার নির্দেশনা চাই।’

এ সময় আদালত বলেন, ‘মামলাটি তদন্তাধীন অবস্থায় রয়েছে। এ মূহূর্তে আমরা হস্তক্ষেপ করব না।’

Comment here