মির্জা ফখরুলের জন্য বাসার খাবার গেল ডিবি কার্যালয়ে - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

মির্জা ফখরুলের জন্য বাসার খাবার গেল ডিবি কার্যালয়ে

নিজস্ব প্রতিবেদক : নাস্তা নিয়ে ডিবি কার্যালয়ে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসার দুজন কর্মী। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে তারা ব্যাগে করে খাবার নিয়ে গাড়িতে করে ডিবি কার্যালয়ের দিকে যান।

বাসার দারোয়ান জানান,  মহাসচিব স্যারের জন্য সকালের নাস্তা নিয়ে যাওয়া হয়েছে। তিনি কিছু রোগে আক্রান্ত। ডাক্তারের পরামর্শে তিনি যে খাবার খান, বাসার দুই কর্মী তা নিয়ে ডিবি কার্যালয়ে গেছেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। দলের চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ অভিযোগ করেন।

মিজা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম বলেন, ‘রাত তিনটার দিকে ডিবি পুলিশের জ্যাকেট পড়া চারজন বাসায় প্রবেশ করে। বাকিরা বাসার নিচে ছিল। সাড়ে ৩টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তারা নিয়ে যায়।’

মির্জা আব্বাসের স্ত্রী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, ‘কথা আছে বলে মির্জা আব্বাসকে ডিবি পুলিশ নিয়ে গেছে।’

 

Comment here