নিজস্ব প্রতিবেদক : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে থেকে মৃত সন্তান নিয়ে এক করোনা আক্রান্ত নারী পালিয়ে গেছেন। হাসপাতালটির গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন ওই নারীর করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করার পর তিনি পালিয়ে যান।
আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায়।
ডা. হিমাংশু লাল রায় জানান, ওই নারীর বাড়ি সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়ন এলাকায়। গত বুধবার সকালে ওই নারী একটি সন্তানের জন্ম দেন তিনি। তবে গতকাল বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। মৃত সন্তান নিয়েই তিনি পালিয়েছেন।
তিনি জানান, গতকাল বৃহস্পতিবার হাসপাতাল থেকে পালানোর পর ওই নারীর নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়। তিনি করোনায় আক্রান্ত।
ডা. হিমাংশু লাল রায় বলেন, ‘আমরা পুলিশের সহায়তায় আক্রান্ত নারীকে খুঁজে বের করার চেষ্টা করছি।’
Comment here