মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ, মা-ছেলে নিহত - দৈনিক মুক্ত আওয়াজ
My title
বরিশালসমগ্র বাংলা

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ, মা-ছেলে নিহত

নিজস্ব প্রতিবেদক : ঘন কুয়াশার কারণে বরিশালের সীমান্তবর্তী মেঘনা নদীতে দুটি লঞ্চের সংঘর্ষের ঘটনায় মা ও শিশু নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও আট যাত্রী।

গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে মেঘনা নদীর মাঝের চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুরিয়া ইউনিয়নের রুবেল খান আব্বাসের স্ত্রী মাহমুদা বেগম (২৫) ও তার ছেলে মমিন খান (৭)। তারা কীর্তনখোলা-১০ লঞ্চের যাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত ৯টার দিকে বরিশাল থেকে কীর্তনখোলা-১০ লঞ্চটি যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। অপরদিকে ফারহান-৯ লঞ্চটি ঢাকা থেকে হুলারহাট যাচ্ছিল। এক পর্যায়ে ঘন কুয়াশার কারণে লঞ্চ দুটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কীর্তনখোলা-১০ লঞ্চের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

এ সময় ঘুমিয়ে থাকা মা ও তার সন্তান নিহত হন। এ ছাড়া লঞ্চ দুটির আট যাত্রীও আহত হন।

কীর্তনখোলা লঞ্চের ব্যবস্থাপক বেল্লাল হোসেন বলেন, ফারহান-৯ লঞ্চে আধুনিক যন্ত্রপাতি না থাকায় কুয়াশার মধ্যে এ দুর্ঘটনা ঘটেছে। সংঘর্ষে কীর্তনখোলা-১০ লঞ্চ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

চাঁদপুর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনাটি জানার পর মোবাইলে লঞ্চের স্টাফদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কয়েকজন আহত হওয়ার পাশাপাশি দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

Comment here