ময়মনসিংহে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের বাসা ছাড়তে চাপ দিলে ব্যবস্থা - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ময়মনসিংহসমগ্র বাংলা

ময়মনসিংহে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের বাসা ছাড়তে চাপ দিলে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক,ময়মননিংহ : করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কা থেকে অনেক বাড়ির মালিক তাদের ভাড়াটিয়া চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বাসা ছাড়তে বলছেন বা এ নিয়ে নানা ধরনের চাপ সৃষ্টি করছেন বলে অভিযোগ উঠেছে। ময়মনসিংহের এমন বাড়িওয়ালাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন।

এক সংবাদ বিজ্ঞপিপ্ততে তিনি জানিয়েছেন, করোনাভাইরাস সংক্রমণ বিস্তারের পরিপ্রেক্ষিতে ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, ময়মনসিংহ নগরীর অনেক বাড়ির মালিক তাদের বাসা থেকে ভাড়ায় থাকা চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের বাসা ছাড়তে বলছেন বা নানাভাবে চাপ তৈরি করছেন- যা অন্যায়, অমানবিক এবং দণ্ডনীয় অপরাধ।

ময়মনসিংহ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব স্বাক্ষরিত বিজ্ঞাপ্তিতে আরও বলা হয়েছে, এমন অবস্থায় ময়মনসিংহ সিটি এলাকার বাড়ির মালিকদের চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সঙ্গে সহানুভূতিশীল আচরণ করতে অনুরোধ করা হলো। অন্যথায় বাড়ির মালিকদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা প্রহণ করা হবে।

Comment here