যশোরে ট্রেন-ট্রাক সংঘর্ষ, নিহত ২ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

যশোরে ট্রেন-ট্রাক সংঘর্ষ, নিহত ২

যশোর সদর উপজেলাধীন চুড়ামনকাটিতে ট্রেনের ধাক্কায় একটি ট্রাকের চালক ও সহকারী নিহত হয়েছেন। আজ রবিবার সকাল সাড়ে ৬টার দিকে তীব্র কুয়াশার মধ্যে চুড়ামনকাটি রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ট্রাকচালক ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাকমারী গ্রামের পারভেজ (২৬) ও চালকের সহকারী একই জেলার মহেশপুর উপজেলার আজমপুর গ্রামের নাজমুল হাসান (২৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর রেল পুলিশের ইনচার্জ শাহিদুল ইসলাম। তিনি জানান, ট্রাকটি মালামাল বোঝাই করে যশোরের চৌগাছা বাজারের দিকে যাচ্ছিল। রেল ক্রসিং পার হওয়ার সময় খুলনামুখী ট্রেন রকেট মেইলের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ট্রাকটি উদ্ধার করা হয়েছে। মরদেহ দুইটি যশোর জেনারেল হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে এবং পুলিশে খবর দেয়। ধারণা করা হচ্ছে, রেলক্রসিংয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী ঘুমিয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।

Comment here