যৌতুক না পেয়ে স্ত্রীর পায়ের রগ কাটলেন স্বামী! - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

যৌতুক না পেয়ে স্ত্রীর পায়ের রগ কাটলেন স্বামী!

বরিশাল প্রতিনিধি : বরিশালে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে মো. রাসেল নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগী হ্যাপী বেগমকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, মো. রাসেল বরিশালের বানারীপাড়া পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। যৌতুকের টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে আজ শনিবার সকালে বানারীপাড়া উপজেলার হাইস্কুল সংলগ্ন রাস্তায় স্ত্রীকে মারধরের পর পায়ের রগ কেটে দেন তিনি।

হাসপাতালে চিকিৎসাধীন হ্যাপী বেগম জানান, ১০ বছর আগে বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের হাওড়াবাড়ি এলাকার হাসান বালীর ছেলে ধান ব্যবসায়ী রাসেলের সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে হয়। তাদের দাম্পত্যে জীবনে রিমি (৯) ও রাতুল (সাড়ে ৩) নামে তাদের দুটি সন্তান রয়েছে। স্বামী রাসেল তার কাছে যৌতুক বাবদ ৩ লাখ টাকা দাবি করেন। যৌতুকের দাবি মেটাতে স্বর্ণালঙ্কার বিক্রি করে ৩৬ হাজার টাকা স্বামীর হাতে তুলে দেন তিনি।

 

ভুক্তভোগী গৃহবধূ জানান, বাকি টাকার জন্য তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন স্বামী রাসেল। শুক্রবার শারীরিক সমস্যায় চিকিৎসার কথা বললেও রাসেল যৌতুকের টাকা এনে দিতে বলেন। এ ঘটনা নিয়ে শুক্রবার রাতে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। শনিবার সকালে হ্যাপী বেগম চিকিৎসার জন্য বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রওনা হলে রাসেল ও তার বাবা হাসান বালী হ্যাপীর পিছু নেন। বানারীপাড়া পৌর শহরের হাইস্কুল সংলগ্ন এলাকায় রিকশার গতিরোধ করে হ্যাপীকে টেনে-হিঁচড়ে নামিয়ে বেদম মারধর করেন রাসেল। বাসা থেকে বের হওয়ার শাস্তি হিসেবে রাসেল ধারালো চাকু দিয়ে তার বাম পায়ের রগ কেটে ফেলেন। এ সময় হ্যাপী ও তার শিশুর আর্তচিৎকারে পথচারীরা এগিয়ে এলে তারা দৌঁড়ে পালিয়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

তবে অভিযুক্ত মো. রাসেলের অভিযোগ, যৌতুকের টাকার জন্য স্ত্রীর ওপর হামলা চালানো হয়নি। তার স্ত্রী একাধিক ব্যক্তির সঙ্গে পরকীয়ায় আসক্ত। শনিবার সকালে হ্যাপী ব্যাগ গুছিয়ে অন্যত্র চলে যেতে থাকলে তার স্ত্রীর পায়ের রগ কেটে দেন তিনি।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, ‘স্ত্রীর পায়ের রগ কেটে দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে হামলাকারী পালিয়ে যাওয়ায় তাকে ধরা যায়নি। আহত হ্যাপীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Comment here