নিজস্ব প্রতিবেদক : রপ্তানির বাজার প্রতিবেশী দেশগুলোতে সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য নতুন নতুন বাজার খুঁজে বের করার তাগিদ দেন তিনি।
আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বস্ত্র দিবস ২০১৯ ও বস্ত্রমেলার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
এই মেলা ১১ জানুয়ারি পর্যন্ত চলবে। জাতীয় বস্ত্র দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় হলো- ‘বস্ত্রখাতের বিশ্বায়ন, টেকসই উন্নয়ন।
শেখ হাসিনা বলেন, ‘আমাদের নিজস্ব একটা উদ্যোগ থাকা উচিত। সেটা হলো নতুন নতুন বাজার খুঁজে বের করা। কোন বাজারে আমরা প্রবেশ করতে পারি, কোন দেশে কোন পণ্যের চাহিদাটা বেশি। আমরা এটুকু চাই যে, আমাদের কিছু স্বল্প মেয়াদি, মধ্য মেয়াদি বা দীর্ঘ মেয়াদি পরিকল্পনা থাকা উচিত।’
সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘আমি আশা করি, আপনারা এ ধরনের পরিকল্পনা প্রণয়ন করবেন, গ্রহণ করবেন এবং সরকারের পক্ষ থেকে এ ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা আমরা করব।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ ছাড়াও দেশের তৈরি পোশাক খাতকে এগিয়ে নিতে ৪ শতাংশ প্রণোদনা দেওয়া হচ্ছে।
জিডিপিতে বস্ত্র খাতের অবদান তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘বর্তমান সরকারের সময় জিডিপিতে বস্ত্র খাতের অবদান ১৩ শতাংশ। বস্ত্র খাতে জড়িত শ্রমিকদের উন্নয়নে সরকার সব ধরনের সহযোগিতা করবে।’
Comment here