মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বিজয় র্যালি করার অনুমতি পেয়েছে বিএনপি।
শুক্রবার রাতে মতিঝিল জোনের ডিসি মো. আহাদ মৌখিক অনুমতির বিষয়টি বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীকে জানিয়েছেন।
শনিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বিএনপি সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেন, সকালে মহান বিজয় দিবসে বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে যাবেন বিএনপি নেতারা। সেখান থেকে ফিরে বিজয় র্যালিতে অংশ নেবেন তারা।
শনিবার দুপুর একটায় নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে বিজয় র্যালি শুরু হয়ে মগবাজারে গিয়ে শেষ হবে।
Comment here