রাজীবের বিরুদ্ধে র‌্যাবের দুই মামলা - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ক্রাইম

রাজীবের বিরুদ্ধে র‌্যাবের দুই মামলা

নিজস্ব প্রতিবেদক : সন্ত্রাসবাদ, দখলদারিত্ব এবং চাঁদাবাজির অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর (৩৩ নম্বর) তারিকুজ্জামান রাজীবের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা হয়েছে।

ads

আজ রোববার রাজধানীর ভাটারা থানায় মামলা দুটি করেন র‌্যাবের ডিএডি মিজানুর রহমান। একই সঙ্গে রাজীবকে ভাটারা থানায় হস্তান্তর করা করেছে র‌্যাব।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল শনিবার রাত ১১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় ৮ নম্বর সড়কের ৪০৪ নম্বর বাড়ি থেকে তারিকুজ্জামান রাজীবকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর রাজীবকে আটক করার পর রাজধানীর মোহাম্মদপুরে শিয়া মসজিদের পাশে এক নম্বর রোডে মোহাম্মদীয়া হাইজিং সোসাইটিতে ৩৩ নম্বর বাসায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

রাজীব তার বন্ধুর বাসায় আত্মগোপন করে ছিলেন বলে জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম।

Comment here