রিজভীকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, জানালেন ওবায়দুল কাদের - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

রিজভীকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, জানালেন ওবায়দুল কাদের

বিএনপির কেন্দ্রীয় অধিকাংশ নেতাকে গ্রেপ্তার করা হলেও বাইরে আছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির হয়ে কথা বলার জন্যই তাকে গ্রেপ্তার করা হচ্ছে না বলে জানালেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল রবিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলে তিনি।

রুহুল কবির রিজভীকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন- এমন এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘পুলিশ জানে। দুই-একটা লোক থাক না বাইরে। কথা বলবে কে? অপজিশনের (বিরোধীদলের) ভয়েস কে উচ্চারণ করবে?’

তার মানে কী ইচ্ছা করেই সুযোগ দিচ্ছেন কথা বলার- এ প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সে কথা বলব না। তবে ইচ্ছা করলে যে গ্রেপ্তার করা যায় না, সেটা না।’

এ সময় এক সাংবাদিক বলেন, ‘অব দ্য রেকর্ড বলতেছেন।’ এ কথা শুনে কাদের বলেন, ‘না, অব দ্য রেকর্ড না।’

দুই দলের (বিএনপি ও আওয়ায়ী লীগ) মধ্যে সংলাপ হবে কি না, এমন এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘দুই দল আবার কে? সন্ত্রাসীদের সংলাপ সঙ্গে হয় না। এবার তারা (বিএনপি) আবারও প্রমাণ করেছে- তারা আগুন সন্ত্রাসের দল। এখন তারা যা করছে, এরপর আর সংলাপের পরিবেশ নেই।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নেতারা পাহাড়ের গুহায় বসে কথা বলছেন। তাদের দেখা যায় না। বিএনপির ১ কোটি নেতাকে ঘরছাড়া করা হয়েছে, আর ৮ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে- এসব মুখে না বলে তারা তালিকা দিক। আমরা স্বরাষ্ট্রমন্ত্রী কাছে সেই তালিকা দেব। তাদের ১ কোটি ঘরছাড়া, ৮ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করার কথা মিথ্যা। এসব মিথ্যা কথা বলে বিদেশিদের কাছে নালিশ দিচ্ছে।’

তিনি বলেন, ‘বিএনপির নেতারা পালিয়েছেন, তাহলে তাদের ১ কোটি নেতাকর্মীরা কোথায় গেল? এই বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে কী অবস্থা করে রেখেছিল বিএনপি। তারা আমাদের নেতাকর্মীদের দাঁড়াতেই দেয়নি। বিএনপি-জামায়াত যা করছে, তা আমাদের ওপর চাপিয়ে দিচ্ছে।’

Comment here