রূপগঞ্জে শ্মশানের জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ঢাকাসমগ্র বাংলা

রূপগঞ্জে শ্মশানের জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

রুবেল শিকদার, নারায়নগঞ্জ প্রতিনিধি :  নারয়ণগঞ্জের রূপগঞ্জে রূপসী কনক্রিট নামে একটি প্রতিষ্ঠানের দখলে থাকা শ্মশানের জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন কর্মসুচী পালন করেছেন হিন্দু সম্প্রদায়েরের লোকজন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মুড়াপাড়া ফেরিঘাট সংলগ্ন শীতলক্ষ্যা নদীর তীরে এ মানববন্ধন কর্মসুচী পালন করা হয়।

মানববন্ধনে হিন্দু সম্প্রদায়েরের লোকনের অভিযোগ, মুড়াপাড়া ফেরিঘাট সংলগ্ন শীতলক্ষ্যা নদীর তীরে শ্মশানের নামে ৪২ শতাংশ জমি রয়েছে। মুড়াপাড়া ও রপগঞ্জ ইউনিয়নের হিন্দু সম্প্রদায় এ শ্মশানটি ব্যবহার করে থাকেন। শ্মশানের পাশেই গড়ে তোলা হয়েছে রূপসী কনক্রিট নামের একটি প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানের মালিকপক্ষ প্রায় ২৫ শতাংশ শ্মশানের জমি জবরদখল করে রেখেছে। মালিকপক্ষকে বার বার বলা হলেও শ্মশানের জমি ছেড়ে দেয়নি।

রূপসী কনক্রিটের দখলে থাকা শ্মশানের জমি উদ্ধারের দাবি জানান মানববন্ধনকারীরা। মানববন্ধনে বক্তব্যে রাখেন, মুড়াপাড়া শ্মশান কমিটির সভাপতি গনেশ চন্দ্র সাহা, সাধারন সম্পাদক শ্রী ধনেন্দ্র চন্দ্র সাহা, সাংগঠনিক সম্পাদক সুধাংশু দাস, স্বরসতি রানী সাহা প্রমুখ।

Comment here