লিচুর গাছে ঝুলন্ত লাশ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

লিচুর গাছে ঝুলন্ত লাশ

জয়পুরহাট রিপোর্টার ইমরান:- ‌‌‌ জয়পুরহাট সদর থানার দোগাছী ইউনিয়নের রাঘবপুর হাট সংলগ্ন একটি লিচুর বাগানে আজ সকালে ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয় লোকজন।

মৃত ব্যক্তি হলেন রাঘবপুর গুচ্ছ গ্রামের মতিনের মেয়ে প্রদিমা (২৮)। স্থানীয় লোকদের জিজ্ঞাসাবাদে জানা যায় তাদের ধারণা, রাতে কেউ মেয়েটিকে হত‍্যা করে লিচুর গাছে ঝুলিয়ে আত্মহত্যার রুপ দিয়েছে। সকালে কোনো এক অজ্ঞাত ব‍্যক্তি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে স্থানীয় জয়পুরহাট সদর থানায় উক্ত সংবাদ প্রেরণ করে। তাৎক্ষণিকভাবে পুলিশের ফোর্স ঘটনাস্থলে পৌঁছে এবং প্রাথমিক পর্যায়ে জিজ্ঞাসাবাদ ও তদন্ত করে। অতঃপর পুলিশ ময়না তদন্তের জন্য মৃত দেহ নিয়ে যায়।
উক্ত ঘটনাস্থলের উপস্থিত লোকজন ঘোর দাবি করে, ঘটনাটি কোনো আত্মহত্যা নয় বরং এটি একটি হত্যা যা আত্মহত্যার রুপ দেওয়ার চেষ্টা করেছে খুনি।

Comment here